দুর্গাপুর: সরকারি স্কুলে পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত টাকা তোলার অভিযোগ। পানাগড়ের পুরনো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের। যোগ দিলেন অভিভাবকেরা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় কাঁকসার পানাগড় বাজার হিন্দি উচ্চ বিদ্যালয়ে। পড়ুয়াদের অভিযোগ, পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি নিয়মে ২৪০ টাকা নেওয়ার কথা। সেখানে স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত ৫৬০ টাকা করে নিচ্ছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
অভিযোগ, স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও কোন রকম ফল হচ্ছে না। বাধ্য হয়ে পড়ুয়ারা পানাগড় বাজারে পুরোনো জাতীয় সড়কে ও বিদ্যালয়ের সামনে বসে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, “পর্যাপ্ত শিক্ষক না থাকায় অতিথি শিক্ষক দিয়ে স্কুল চালাতে হয়। সেজন্যই এই টাকা নেওয়া হয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।