
দুর্গাপুর দর্পণ, পানাগড়: বাবলু যাদবকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নিমাণ করল পুলিশ। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭) মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত বাবলু যাদবকে শুক্রবার দুর্গাপুর আদালতে তুলে ২ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। শনিবার তাকে দুর্ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নিমাণ করা হয়।
২৩ ফেব্রুয়ারি মাঝ রাতে পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার যুবতী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তথা নৃত্যশিল্পী সুতন্দ্রার। গাড়ির রেষারেষি থেকেই ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভির ফুটেজ দেখিয়ে সোমবার সন্ধ্যায় দাবি করেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দ্বিতীয় সাদা গাড়িটি পানাগড়ের কাওয়ারিপট্টির গাড়ির যন্ত্রাংশ কাটাইয়ের ব্যবসায়ী বাবলু যাদবের। সেই রাতে গাড়িটি বাবলুই চালাচ্ছিল। দুর্ঘটনার পরে আশপাশের লোকজনের ভয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় বাবলু ও তার সঙ্গীরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। উত্তরপ্রদেশ থেকে ফেরার সময় পশ্চিম বর্ধমানে ঢোকার পরে পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতে তোলার পথে বাবলু দাবি করে, ভয়ে পালিয়ে গিয়েছিল ভিন রাজ্যে। শনিবার বাবলু যাদবকে পুলিশের গাড়িতে চাপিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ১৯ নম্বর জাতীয় সড়কে যেখান থেকে রেষারেষির ঘটনা শুরু হয়েছিল সেই গলসি থেকে পানাগড় রাইস মিল রোড পর্যন্ত পুলিশের দুটি গাড়ি নিয়ে পুনর্নির্মাণ করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
