
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রি-অ্যাডমিশন ফি বাড়িয়ে দেওয়া, বইয়ের ছাপানো মূল্য বদলে দিয়ে তা বাড়িয়ে দেওয়া প্রভৃতি অভিযোগে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। দীর্ঘ সময় ধরে বিক্ষোভের পরেও কর্তৃপক্ষ কোনও গুরুত্ব না দেওয়ায় স্কুলের গেট টপকে স্কুলের ভেতরে ঢুকে পড়েন অভিভাবকদের কেউ কেউ।
পরিস্থিতি সামাল দিতে স্কুলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। অভিভাবকদের অভিযোগ, আচমকা কি বাড়িয়ে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। বইয়ের মূল্য যা প্রিন্ট করা রয়েছে সেই প্রিন্টের উপর কাগজ চিটিয়ে মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তাঁদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেজন্য বাধ্য হয়ে বৃহস্পতিবার তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এক অভিভাবক বিউটি মন্ডলের অভিযোগ, “আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি। কিন্তু আমাদের কথার কোনও গুরুত্ব দিচ্ছেন না কর্তৃপক্ষ। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলন করছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” যদিও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁরা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও কোনও কথা বলতে চাননি তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
