বিজেপি বিধায়ক হওয়ার জন্য উন্নয়নের কাজ আটকে রেখেছে নগর নিগম: লক্ষ্মণ ঘোড়ুই

বিজেপি বিধায়ক হওয়ার জন্য উন্নয়নের কাজ আটকে রেখেছে নগর নিগম: লক্ষ্মণ ঘোড়ুই
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই অভিযোগ করেছেন, তাঁর বিধায়ক উন্নয়ন তাহবিলের টাকা আটকে রেখে দিয়েছে দুর্গাপুর নগর নিগম ও জেলা প্রশাসন। দশ দিনের মধ্যে টাকা ছাড়া না হলে দুর্গাপুর নগর নিগম ও মহকুমাশাসকের দফতরের সামনে ধরণায় বসার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক।

বিধায়কের দাবি, বিধায়ক উন্নয়ন তাহবিলের টাকা আটকে রাখা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে। বিধায়ক হওয়ার পর তহবিলের মোট তিন কোটি তিরিশ লক্ষ টাকার মধ্যে বহু চেষ্টা চরিত্র করে মাত্র ষাট লক্ষ টাকার কাজ করতে পেরেছেন। দেড় কোটি টাকার প্রকল্পর কাজ অহেতুক আটকে রেখেছে দুর্গাপুর নগর নিগম। এর মধ্যে রয়েছে রাস্তা সংস্কার, হাই মাস্ট লাইট, পুকুর সংস্কার সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ। প্রায় দেড় কোটি টাকার এই সব প্রকল্পের ফাইল আটকে রেখেছে দুর্গাপুর নগর নিগম।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

কেন এই পক্ষপাতিত্ব? এই প্রশ্ন তুলে দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলী সদস্য, কমিশনারের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানিয়েছেন তিনি। দুর্গাপুর নগরনিগমের প্রশাসকমন্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদব পাল্টা বলেন, “উনি এতদিন ঘুমিয়ে ছিলেন। এখন ভোট এসেছে। তাই তিনি জেগে উঠেছেন। যে প্রজেক্ট উনি জমা করেছেন তাতে পরিকল্পনার অভাব আছে। সরকারি টাকার অপচয় বন্ধ করতে ফাইল আটকে রাখা হয়েছে। শুধু ওঁর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দেওয়া হবে না।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
বিজেপি বিধায়ক হওয়ার জন্য উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না: লক্ষ্মণ ঘোড়ুই
News
বিজেপি বিধায়ক হওয়ার জন্য উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না: লক্ষ্মণ ঘোড়ুই
:
এর মধ্যে রয়েছে রাস্তা সংস্কার, হাই মাস্ট লাইট, পুকুর সংস্কার সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ। প্রায় দেড় কোটি টাকার এই সব প্রকল্পের ফাইল আটকে রেখেছে দুর্গাপুর নগর নিগম।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!