দুর্গাপুর শহর যাঁর নামে, সেই তাঁর এলাকাতেই মুখ থুবড়ে উন্নয়ন!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর (Durgapur) শহর যাঁর নামে, সেই দুর্গাচরণের এলাকায় উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। বেহাল রাস্তা। নিকাশি বেহাল। পুর নিগমে বারবার অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি। এমন দাবি দুর্গাপুরের সগড়ভাঙা গোপীনাথপুর গ্রামের ক্ষুব্ধ বাসিন্দাদের। প্রবীণদের একাংশের মতে, দুর্গাপুর নামকরণের নেপথ্যে রয়েছে গোপীনাথ চট্টোপাধ্যায়ের ছেলে দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নাম। গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন দুর্গাচরণ। অথচ, এই গোপীনাথপুরের চ্যাটার্জী পাড়ার বাসিন্দাদের জলমগ্ন রাস্তা পারাপার করতে হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
চ্যাটার্জী পাড়ার বাসিন্দাদের অভিযোগ, “পূর্বপুরুষের নামে দুর্গাপুর শহর। অথচ আমরাই পরিষেবা থেকে ব্রাত্য।” তাঁরা জানান, রাস্তা ঠিক নেই। নিকাশি নালার অবস্থা খারাপ। রাস্তা প্রথম তৈরি হয়েছিল ১৯৭৮ সালে। তারপর এক দু’বার কোনও রকম জোড়াতালি দিয়ে কাজ হয়েছে। কিন্তু ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা ভেঙে পড়ছে। দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “এখনও পর্যন্ত নগর নিগম এলাকায় ৮০ কোটি টাকা খরচ করা হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে। আস্তে আস্তে সব কাজ হবে। ওখানে রাস্তা, নিকাশিনালার কাজও হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

