রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বিহারী গ্যাং! সাবধান

দুর্গাপুর দর্পণ ডেস্ক: ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাইকের ডিকিতে রেখে মিনিট কয়েকের জন্য হয়তো পাশের কোনও দোকানে গিয়েছেন। ফিরে এসে দেখলেন, ডিকি খোলা। ভিতরে থাকা টাকার ব্যাগ উধাও। সম্প্রতি নদিয়ার (Nadia) শান্তিপুরে এমন একটি ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিহারী গ্যাং রয়েছে এর পিছনে। একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
সম্প্রতি শান্তিপুরে অবসরপ্রাপ্ত পুরকর্মী প্রভিডেন্ট ফান্ডের ২ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে স্কুটারের ডিকিতে রেখেছিলেন। ১০ মিনিট পরে এসে দেখেন, ডিকি ফাঁকা। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। বিহারের কাঠিয়ার জেলার রাউতাড়া এলাকার বাসিন্দা গণেশ যাদবকে গ্রেফতার করে পুলিশ।
তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে বিহারী গ্যাং।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জানা গিয়েছে, কাটিহার, মুঙ্গের, জামুই এলাকার দুষ্কৃতীরা রয়েছে ওই গ্যাংয়ে। তিন থেকে চার জনের দলে ভাগ হয়ে তারা মিশে যায় শহরের ভিড়ে। ব্যাঙ্কের বাইরে এক জন গার্ড দেয়। অন্যজন কৌশলে চুপিসাড়ে ডিকি খুলে টাকা সরিয়ে নেয়। কাজ হয়ে গেলে কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ বাইকে চেপে এলাকা ছাড়ে। কাজেই, এখন থেকে বাইক বা স্কুটিতে ব্যাঙ্কে টাকা তুলতে গেলে টাকা রাখার ক্ষেত্রে সাবধান হবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

