সাইক্লিং করুন, দূষণ রোধ করুন; বিশ্ব সাইকেল দিবসে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি হল জেমুয়ায়

সাইক্লিং করুন, দূষণ রোধ করুন; বিশ্ব সাইকেল দিবসে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি হল জেমুয়ায়
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সারা বিশ্বে প্রতি বছর ৩ জুন বিশ্ব সাইকেল দিবস পালন করা হয়। ২০১৮ সালে রাষ্ট্রসঙ্ঘ এই দিনটি পালনের কথা ঘোষণা করে। সাইকেল চালানোর নানান উপকারিতা নিয়ে সচেতনতা বাড়াতে দিনটি পালন করা হয়। এবারের থিম ‘একটি টেকসই ভবিষ্যতের জন্য সাইক্লিং’। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে মেরা যুবা ভারত, দুর্গাপুর, দুর্গাপুর সাবডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি’র উদ্যোগে এবং পরিবেশ রক্ষার্থী সংগঠন আসার, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি ও জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এর সহযোগিতায় দিনটি উদযাপন করা হয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ থেকে সকাল ৭ টায় সাইকেল র‌্যালি শুরু হয়। পরানগঞ্জ ও বিস্তীর্ণ জেমুয়া গ্রাম পরিক্রমা করে শেষ হয়। ‘পৃথিবী বাঁচাতে দূষণ বন্ধ করুন’ এবং ‘আমরা নির্মল ও পরিষ্কার বাতাস চাই’, এই আবেদন নিয়ে প্রায় ৫ কিলোমিটার সুসজ্জিত সাইকেল র‍্যালিতে মোট ১৮২ জন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় যুবরা অংশ নিয়েছিলেন। সাইকেল র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক জইনুল হক। উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ, আইনজীবী আইয়ুব আনসারী, রক্তদান আন্দোলনের নেতৃত্ব মধুসূদন ঘটক, সুনীল মহন্তা, শামসের আনসারী, মেরা যুবা ভারত দুর্গাপুরের পক্ষে আধিকারিক অন্বেষা ভট্টাচার্য, আসার এর তরফে পম্পা চক্রবর্তী প্রমুখ। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
সাইক্লিং করুন, দূষণ রোধ করুন; বিশ্ব সাইকেল দিবসে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি হল জেমুয়ায়
News
সাইক্লিং করুন, দূষণ রোধ করুন; বিশ্ব সাইকেল দিবসে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি হল জেমুয়ায়
:
২০১৮ সালে রাষ্ট্রসঙ্ঘ এই দিনটি পালনের কথা ঘোষণা করে। সাইকেল চালানোর নানান উপকারিতা নিয়ে সচেতনতা বাড়াতে দিনটি পালন করা হয়। এবারের থিম 'একটি টেকসই ভবিষ্যতের জন্য সাইক্লিং'।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!