দুর্গাপুরের সিটি সেন্টারে কুপন ছাপিয়ে অবৈধ পার্কিংয়ের রমরমা, পকেট ফাঁকা হচ্ছে সাধারণের

দুর্গাপুরের সিটি সেন্টারে কুপন ছাপিয়ে অবৈধ পার্কিংয়ের রমরমা, পকেট ফাঁকা হচ্ছে সাধারণের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বেআইনি পার্কিংয়ের রমরমা রাজ্য জুড়ে। মাঝে মাঝেই মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে থাকেন। কিন্তু পরিস্থিতি বদলায় না। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে রমরমিয়ে চলছে অবৈধ পার্কিং। ১০ ও ২০ টাকার সাদা ও হলুদ রঙের কুপন ছাপিয়ে দিব্বি চলছে এই পার্কিং। সরকারের ঘরে এক টাকাও রাজস্ব জমছে না। সব টাকা চলে যাচ্ছে কয়েকজনের পকেটে।

কীভাবে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সরকারী জমিতে দিনে দুপুরে বুক ফুলিয়ে কুপন ছাপিয়ে চলছে পার্কিং জোন? আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সাফ জানিয়েছেন, পর্ষদের অনুমতি ছাড়াই ওই পার্কিং জোন চলছে। সিটি সেন্টারের কোথাও পর্ষদের পার্কিং জোন এখন চালু নেই বলে জানান তিনি। আইনমাফিক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

মাস কয়েক আগে সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পার্কিং লিজের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও রমরমিয়ে পার্কিং চলছিল কুপন ছাপিয়ে, এই খবর সামনে আসতেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ পদক্ষেপ নেয়। পার্কিং জোনগুলোকে ফ্রি পার্কিং জোন করে দেওয়া হয়। কিন্তু তারপরেও যে পরিস্থিতি বদলায়নি তা ফের প্রমাণ হচ্ছে। 

কে চালাচ্ছে এই অবৈধ পার্কিং? সেখানকার কর্মীরা জানান, কেবু নামে একজন পার্কিং চালায়। কে এই কেবু? খোঁজ নিয়ে জানা যাচ্ছে, বেআইনি বালি, লোহার কারবারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিছুদিন আগে পুলিশ বমাল তাকে গ্রেফতার করেছিল। তার সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি বিজেপির। দলের নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “কেবুকে সামনে রেখে তৃণমূল অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে।” তৃণমূল নেতৃত্বের সাফ বক্তব্য, ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করছে বিজেপি। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
দুর্গাপুরের সিটি সেন্টারে কুপন ছাপিয়ে অবৈধ পার্কিংয়ের রমরমা, পকেট ফাঁকা হচ্ছে সাধারণের
News
দুর্গাপুরের সিটি সেন্টারে কুপন ছাপিয়ে অবৈধ পার্কিংয়ের রমরমা, পকেট ফাঁকা হচ্ছে সাধারণের
:
১০ ও ২০ টাকার সাদা ও হলুদ রঙের কুপন ছাপিয়ে দিব্বি চলছে এই পার্কিং। সরকারের ঘরে এক টাকাও রাজস্ব জমছে না। সব টাকা চলে যাচ্ছে কয়েকজনের পকেটে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!