দামোদরে তলিয়ে যাওয়া তিন কিশোরের একজনের দেহ উদ্ধার, খোঁজ নেই বাকি দু’জনের

দামোদরে তলিয়ে যাওয়া তিন কিশোরের একজনের দেহ উদ্ধার, খোঁজ নেই বাকি দু’জনের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, বুদবুদ: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বুদবুদের রনডিহায় বুদবুদ দুপুরে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ৩ বন্ধুর একজনের দেহ উদ্ধার হয় বুধবার সন্ধ্যায়। কাঁকসা ২ নম্বর কলোনি এলাকার ৮ বন্ধু রনডিহায় দামোদরের ধারে ঘুরতে যায়। স্নানে নামে ৭ জন। তাদের মধ্যে ৩ জন তলিয়ে যেতে থাকে। তাদের উদ্ধারের চেষ্টা করে বাকিরা। কিন্তু লাভ হয়নি। উল্টে বাকিরাও তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা ৪ জনকে নিরাপদে উদ্ধার করেন। সুরজিৎ বিশ্বাস, জিতু অধিকারী ও অভিজিৎ গায়েন তলিয়ে যায়। সন্ধ্যায় জিতুর (১৮) দেহ উদ্ধার হয়। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ১টা নাগাদ ৮ জন কাঁকসা ২ নম্বর কলোনি এলাকা থেকে রণডিহায় চারটি বাইকে করে আসে। পাড়ে বাইক রেখে দামোদরের লকগেটের কাছে চলে যায়। কিছু ক্ষণ পরে ৭ জন দামোদরে স্নান করতে নেমে পড়ে। এরপরেই দুর্ঘটনাটি ঘটে। জল থেকে কোনও রকমে উঠে আসা রানা সরকার বলে, “দুপুরে রণডিহা ঘুরতে এসেছিলাম। তারপরে এই ঘটনা।” প্রথমে স্থানীয় মৎস্যজীবীরা জাল ফেলে, কাঁটা দিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বিকেল সাড়ে ৫টা নাগাদ বাঁকুড়া থেকে ১২ জনের উদ্ধারকারী দল আসে। স্পিড বোট নামিয়ে খোঁজার কাজ শুরু হয়। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জিতুর দেহ উদ্ধার হয়। সবশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের মধ্যে বাকি দু’জনের দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বার বার এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ-প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, নিয়মিত নজরদারি চলে। সিভিক ভলান্টিয়ার থাকেন সেখানে। তবু অনেকে নজর এড়িয়ে দামোদরে নেমে পড়ে বিপদ ডেকে আনে।

 ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

দামোদরে তলিয়ে যাওয়া তিন কিশোরের একজনের দেহ উদ্ধার, খোঁজ নেই বাকি দু'জনের
দামোদরে তলিয়ে যাওয়া তিন কিশোরের একজনের দেহ উদ্ধার, খোঁজ নেই বাকি দু'জনের
পাড়ে বাইক রেখে দামোদরের লকগেটের কাছে চলে যায়। কিছু ক্ষণ পরে ৭ জন দামোদরে স্নান করতে নেমে পড়ে। এরপরেই দুর্ঘটনাটি ঘটে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!