Durgapur News. অসামাজিক কাজের প্রতিবাদ করায় দুষ্কৃতীরা গাড়ি জ্বালিয়ে দিল প্রতিবাদীর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অসামাজিক কাজের প্রতিবাদ করায় দুষ্কৃতীরা গাড়ি জ্বালিয়ে দিল প্রতিবাদীর। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানার ১ নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীর ঘটনা। বরাত জোরে পরিবার নিয়ে প্রাণে বাঁচলেন প্রতিবাদী সুবীর সরকার। পুলিশ ইতিমধ্যেই দুই জনকে আটক করেছে। একজনের খোঁজে তল্লাশি চলছে।
ঘটনার সূত্রপাত সোমবার রাত ১১ টা নাগাদ। সুবীরবাবুর বাড়ির পেছনে একটি পার্ক রয়েছে। প্রতিদিন অন্ধকার নামলে ওই পার্কে মদ জুয়ার আসর বসে। অশ্রাব্য গালিগালাজ চলে। অতিষ্ট সুবীর সরকার রাতে বাড়ি ফেরার পথে প্রতিবাদ করেন। কোকওভেন থানায় খবর দিলে পুলিশ আসে। অভিযোগ, পুলিশের সামনেই সুবীরবাবুকে দেখে নেওয়ার হুমকি দিতে দিতে চলে যায় দুষ্কৃতীরা। পুলিশ একটি বাইক থানায় তুলে নিয়ে যায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এতেই আগুনে ঘি পড়ে। মাঝ রাতে ঘুম থেকে উঠে প্রথমে সুবীরবাবু দেখতে পান, তাঁর বাড়ির সামনে দাঁড় করানো চার চাকা গাড়ি দাউ দাউ করে জ্বলছে। ফের ডাকা হয় কোকওভেন থানার পুলিশকে। পুলিশ দুই জনকে আটক করলেও একজন পালিয়ে যায়। ঘটনার জেরে উত্তেজনা দুর্গাপুরের মহানন্দা পল্লীতে। রীতিমতো আতঙ্কে এখন গোটা পরিবার। জানা গিয়েছে, সুবীরবাবু বাংলা পক্ষের সদস্য। তিনি বলেন, “আমরা খুব জোর বেঁচে গিয়েছি। আগুন ছড়িয়ে পড়লে পাশে রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার রয়েছে। বড় বিপদ হতো। পরিবারের সবাই খুব আতঙ্কে রয়েছি।”
বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “তৃণমূল তো এটাই চায়। যুব সমাজ মদ্যপান করুক, অসামাজিক কাজকর্মে মেতে থাকুক। এটা চলবে না। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।” ৪১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার শিপুল সাহা বলেন, “বিজেপির বক্তব্যের কোনও গুরুত্ব নেই। এই অন্যায় বরদাস্ত করা হবে না। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

