দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২০ ডিসেম্বর ২০২৩: আইপিএল নিলামের (IPL Auction 2024) আগেই গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন হার্দিক পান্ডা। কিন্তু কেন? তা নিয়ে চর্চা কম চলছে না। এবার জানা গেল আসল কারণটা। জানালেন গুজরাটের কোচ আশিস নেহেরা।
নেহরা জানিয়েছেন, হার্দিক নিজেই তাঁর পুরনো দল মুম্বইয়ে ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাঁরা চান না, কোনও ক্রিকেটারকে জোর করে আটকে রাখা উচিত। তাই দলের ক্ষতি হতে পারে সেটা জেনেও তাঁরা হার্দিককে ছেড়ে দিয়েছেন। নেহরা বলেন, ‘‘হার্দিকের বিকল্প পাওয়া সহজ নয়। দলে যারা আছে, তাদের নিয়েই সেরা পারফরম্যান্সের চেষ্টা করব আমরা।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now