‘‘পলিউশন, রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও চলছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বহু বাস’’
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ ডিসেম্বর ২০২৩: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) বাস চলছে বৈধ কাগজপত্র ছাড়াই! যাত্রীদের নিরাপত্তা কোথায়? দুর্ঘটনা ঘটলে তার দায় নেবে কে? এই সমস্ত অভিযোগ তুলে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে নিগমের স্ট্যান্ডে বাস আটকে বিক্ষোভ দেখায় বিজেপি। দেখা যায়, উত্তেজিত বিজেপি কর্মীরা চালককে ধমক দিচ্ছেন। বেশ কিছুক্ষণ আটকে থাকে নিগমের বেশ কয়েকটি বাস।
জানা গিয়েছে, উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বাস স্ট্যান্ডে নিগমের কার্য্যালয়ের সামনে দাঁড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘পলিউশন, রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও চলছে নিগমের বহু বাস। কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়ছে। অন্যদিকে বাসের দিকে নজর নেই। যাত্রীদের দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে?’’ দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিধায়ক।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।