দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি নেওয়া হয় শনিবার। নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর উদ্যোগে এবং অটো চালকদের সামাজিক সংগঠন আমাদের পরিবহণ সংস্থা ও দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির সহযোগিতায় এদিন মুচিপাড়া এবং গ্যামন ব্রিজ মোড়ে পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি পালন করা হয়।
পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক সুদৃশ্য ব্যানার, পোস্টার নিয়ে পথে নেমে সাধারণ মানুষকে নিজের জীবন ও পরিবারকে রক্ষা করতে পথ নিরাপত্তার পাঠ দিয়েছেন প্রায় ২৫ জন প্রতিনিধি। সহায়তা করেন মুচিপাড়া ট্রাফিক গার্ডের আধিকারিক এবং ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। উপস্থিত ছিলেন যুব আধিকারিক রায়া দাস, সমাজকর্মী কবি ঘোষ, আইনজীবী আয়ূব আনসারী, সমাজকর্মী অরবিন্দ মাজি, মুচিপাড়া ট্রাফিক গার্ডের আধিকারিক বিদ্যুৎ কুন্ডু।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।