দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ জানুয়ারি ২০২৪: রত্ন নিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সেপকো টাউনশিপ থেকে এক জ্যোতিষীকে শুক্রবার রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম প্রসাদ রায়। শনিবার তাঁকে দুর্গাপুর আদালতে তোলা হলে তিনি জামিন পেয়ে যান। পুরুলিয়ার রত্ন ব্যবসায়ী মির্জা আলীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।
ওই ব্যবসায়ীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ধার-বাকিতে তাঁর সঙ্গে রত্নের কারবার করেন জ্যোতিষী। কিন্তু ধার বাড়তে বাড়তে এক সময় প্রায় ৪৯ লক্ষ ৪০ হাজার টাকা হয়ে যায়। জ্যোতিষী তাঁকে ১২টি চেক দেন যা বাউন্স করে। জ্যোতিষীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে গত বছর আগস্ট মাসে দুর্গাপুর আদালতের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী।
পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। অভিযোগ, এরপরেই বেশ কিছুদিন পালিয়ে বেড়ায় জ্যোতিষী। শেষ পর্যন্ত শুক্রবার রাতে সেপকো এলাকা থেকে জ্যোতিষী প্রসাদ রায়কে গ্রেফতার করে পুলিশ। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি ওই জ্যোতিষী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।