সিটি সেন্টারের কাছে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার বিকেলে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে সিটি সেন্টারের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল একটি পথদুর্ঘটনা। মুচিপাড়া দিক থেকে আসানসোল অভিমুখে যাওয়া একটি চার চাকার গাড়ি আচমকা একটি গরুর সঙ্গে ধাক্কা খায়। গরুর সঙ্গে সংঘর্ষের ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি ঘুরে গিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।
Rakhi Combo Package: 1 Fridge Magnet, 2 Premium Rakhis, 1 Best Wishes Greeting Card. You can Buy here: https://amzn.to/3Uenhjh
গাড়িতে থাকা দুই যাত্রী আহত হন। তাঁদের তৎক্ষণাৎ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। তবে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
