কুলডিহার শ্মশানে দুটি বৈদ্যুতিন চুল্লি গড়ছে এডিডিএ, হল শিলান্যাস

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুনুর নদের ধারের মহাশ্মশানে দুটি বৈদ্যুতিন চুল্লি নির্মাণ কাজের শিলান্যাস হল শনিবার। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) এই কাজ করছে। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, মহকুমাশাসক (দুর্গাপুর) সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
স্থানীয় বাসিন্দারা ওই শ্মশানে বৈদ্যুতিন চুল্লি গড়ার আর্জি জানিয়েছিলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক প্রদীপ মজুমদারের কাছে। মন্ত্রী জানান, চুল্লি নির্মাণে আনুমানিক প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয় হবে। এর ফলে দূষণ কম হবে। কবিবাবু জানান, এই চুল্লি নির্মাণের ফলে পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান ও বীরভূমের মানুষ উপকৃত হবেন। দেড় বছরের মধ্যে চুল্লি নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে তার আগেই কাজ শেষে হবে বলে আশা প্রকাশ করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
