এডিডিএ-র প্রায় ১ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হল শনিবার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে শনিবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) প্রায় ১ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হল। ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগে তৈরি হয়েছে কমিউনিটি হল কাম অডিটরিয়াম। ব্যয় হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। একটি পাকা হাই ড্রেনও হতে চলেছে। ২৫লক্ষ টাকা ব্যয় করে এটি করা হবে।
শনিবার দুপুরে নারকেল ফাটিয়ে কমিউনিটি হল কাম অডিটোরিয়ামের উদ্বোধন করলেন এবং ড্রেনের কাজের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন কাউন্সিলর সুশীল চট্টোপাধ্যায় সহ পর্ষদের আধিকারিকরা। চেয়ারম্যান বলেন, “ঝকঝকে কমিউনিটি হল কাম অডিটোরিয়াম হওয়ায় উপকৃত হবে এলাকার মানুষজন। রক্ষণাবেক্ষণ করবেন এলাকার মানুষই। ড্রেনের কাজও কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।” মন্ত্রী বলেন, “এডিডিএ যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।”
এদিনই রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের গ্রাম দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বালিজুরি গ্রামে মুক্তকেশী কালী মন্দিরের কাছে সাংস্কৃতিক মঞ্চ ও শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় প্রমুখ। আলাপন বন্দ্যোপাধ্যায় মোবাইলের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
