দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৪ আগস্ট ২০২৪: চরম বিপাকে পড়ে গেলেন অখিল গিরি! হয় নিঃশর্ত ক্ষমা চান নয় পদত্যাগ পত্র পাঠান, টেলিফোনে নির্দেশ দিলেন সুব্রত বক্সী। বনবিভাগের মহিলা অফিসারকে কটূক্তি করেন কারামন্ত্রী অখিল গিরি। মহিলা অফিসারের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনার আয়ু ৭-৮ দিন, ১০ দিন! জানোয়ার, বেয়াদব বলতেও শোনা যায় তাঁকে। ডাং দিয়ে মারার হুমকিও দেওয়া হয়। তারপরেই দলের কোপে পড়েন অখিল গিরি।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দলের নির্দেশে শেষ পর্যন্ত ঢোক গেলেন অখিল। রবিবার অখিল গিরি সংবাদমাধ্যমকে বলেন, ‘বন আধিকারিককে আমি যে কথা বলেছি, তা অনুচিত। মন্ত্রিসভার দায়িত্বশীল সদস্য হিসাবে ওই কথা আমার বলা ঠিক হয়নি। পরবর্তী কালে তার জন্য আমি দুঃখও পেয়েছি। আমি এই কথা বলার জন্য অনুতপ্ত।’ তবে একই সঙ্গে তিনি বলেন, রেঞ্জার মনীষা সাউ কারও কথা শোনেননি। তাঁর জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সে দিন আমি ওখানে গিয়ে সামাল না দিলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেত। গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েছিল। এই রেঞ্জারকে জেলা প্রশাসনের কেউ পছন্দ করেন না।’ তবে দলের কড়া নির্দেশের পরে তিনি কী করেন সেটাই এখন দেখার। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।