Post Poll Violence: ‘তৃণমূলের ঝান্ডা না ধরলে এলাকা ছাড়া করা হবে’, শাসানি দিয়ে মার বিজেপি কর্মীকে!
দুর্গাপুর দর্পণ, ১৪ জুন ২০২৪: ‘তৃণমূলের ঝান্ডা না ধরলে এলাকা ছাড়া করা হবে’, শাসানি দিয়ে মার বিজেপি কর্মীকে! এননই অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর থেকে বিজেপি কর্মীদের তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে শাসানো হচ্ছে। জোর করে তুলে নিয়ে গিয়ে গালিগালাজ, মারধর করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে তাঁদের কর্মী রঞ্জিত অধিকারীকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রঞ্জিতের অভিযোগ, এলাকারই তৃণমূলের দুই কর্মী অভিজিৎ ঘোষ, শতদল রায়ের নেতৃত্বে কয়েকজন এসে তাঁকে তুলে নিয়ে যায় তৃণমূলের পার্টি অফিসে। দু’বেলা হুমকি দেওয়া হত। পার্টি অফিসে যেতে বলা হত। তিনি না যাওয়ায় তাঁকে তুলে নিয়ে গিয়ে হুমকি দেওয়া হয়, তৃণমূল না করলে এলাকা ছাড়া করা হবে। মারধরও করা হয় তাঁকে।
বর্ধমান দুর্গাপুর বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, “দিকে দিকে আমাদের কর্মীরা ঘরছাড়া এবং আক্রান্ত। রঞ্জিতকেও মারধর করা হয়েছে। তুলে নিয়ে গিয়েছিল তৃণমূল কর্মীরা। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।” পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “এইসব বিজেপির নাটক। বাংলা থেকে বিদায়ের পথে। তাই কি করবে খুঁজে পাচ্ছে না বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।