খোলামুখ খনির মতো বিশাল কুয়ো খুঁড়েছে প্রমোটার, ব্যাপক ক্ষোভ ওল্ড কোর্ট মোড়ে

খোলামুখ খনির মতো বিশাল কুয়ো খুঁড়েছে প্রমোটার, ব্যাপক ক্ষোভ ওল্ড কোর্ট মোড়ে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: খোলামুখ খনির মতো বিশাল কুয়ো খুঁড়েছে প্রমোটার। হু হু করে নামছে জলস্তর। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড় এলাকায় শুকিয়ে যাচ্ছে বাড়ির কুয়ো। ওল্ড কোর্ট মোড়ে গড়ে উঠছে বহুতল আবাসন। সেখানেই বিশাল কুয়ো খনন করা হয়েছে। বসানো হয়েছে একাধিক সাবমার্সিবল। স্থানীয়দের অভিযোগ, এই কুয়ো খননের পরেই এলাকার সরকারি কুয়োগুলি থেকে জল নামতে শুরু হয়েছে। তীব্র দাবদাহে চরম জল সংকট শুরু হয়েছে গোটা এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, বিনা অনুমতিতে এত বড় কুয়ো খনন করেছে প্রমোটার। দ্রুত এই কুয়ো বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বিক্ষোভকারী রুমা দে অভিযোগ করেন, “ছোট থেকে এত বড় হয়েছি। কিন্তু কোনওদিন এত বড় কুয়ো দেখিনি। এত বিশাল কুয়ো খোঁড়ার অনুমতি কে দিল, সেটা আমাদের অজানা। আমরা নগর নিগমে যাব না। দরকার হলে নগর নিগমের আধিকারিকরা এখানে আসবেন। দ্রুত এলাকায় পানীয় জল পরিষেবা স্বাভাবিক না হলে ধারাবাহিকভাবে আন্দোলন হবে।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এত বড় কুয়ো খনন করা হল কার অনুমতি নিয়ে? এলাকার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে কেন? নগর নিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। এলাকায় পানীয় জল পরিষেবা স্বাভাবিক করুক।” ওই প্রোমোটার সংস্থার প্রজেক্ট ম্যানেজার শশীভূষণ রায় বলেন, “কোনও রকম অনুমতি নেওয়া হয়নি নগর নিগমের কাছে। তবে আমরা নগর নিগমের সাথে কথা বলব।” দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির সাব ইন্সপেক্টর বিধান চন্দ্র মন্ডল বিক্ষোভকারীদের বলেন, “যেখানে অভিযোগ জানানোর সেখানে জানান। নগর নিগমের অনুমতি ছাড়া তো কিছু হয়নি। যদি নগর নিগম অনুমতি না দিয়ে থাকে তাহলে বন্ধ করে দেওয়া হবে।” কোনও অনুমতি দেওয়া হয়নি, জানিয়েছেন নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি। তিনি বলেন, “জলের সংকট হলে এলাকাবাসী বিক্ষোভ দেখাবেন, এটাই স্বাভাবিক। এই কুয়ো খননের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। নগর নিগমের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

 

Highlight
খোলামুখ খনির মতো বিশাল কুয়ো খুঁড়েছে প্রমোটার, ব্যাপক ক্ষোভ ওল্ড কোর্ট মোড়ে
News
খোলামুখ খনির মতো বিশাল কুয়ো খুঁড়েছে প্রমোটার, ব্যাপক ক্ষোভ ওল্ড কোর্ট মোড়ে
:
সেখানেই বিশাল কুয়ো খনন করা হয়েছে। বসানো হয়েছে একাধিক সাবমার্সিবল। স্থানীয়দের অভিযোগ, এই কুয়ো খননের পরেই এলাকার সরকারি কুয়োগুলি থেকে জল নামতে শুরু হয়েছে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!