দুর্গাপুর: দুর্গাপুরের সঙ্গীত শিক্ষায়তন এবং সাংস্কৃতিক সংস্থা সঙ্গীতায়ন এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলল ৮ ঘন্টা ধরে। ২৩ ডিসেম্বর ডিএসপি টাউনশিপের নেতাজি ভবনে অনুষ্ঠান দ্বিপ্রহরে শুরু হয়ে একটানা প্রায় ৮ ঘন্টা ধরে চলে। সঙ্গীতায়ন এর অধ্যক্ষ দীনবন্ধু বালিয়াল এর পরিকল্পনা ও পরিচালনায় সংস্থার বিভিন্ন বয়সি শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার নিজস্ব শিল্পী বৃন্দ এবং আমন্ত্রিত শিল্পীরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শান্তিনিকেতন থেকে আগত নওগাঁর অতিথি শিল্পী শবনম মেঘালির সঙ্গীত পরিবেশন শ্রোতাদের মুগ্ধ করে। দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, বিপ্লব চট্টোপাধ্যায়, তবলা শিল্পী শংকর ঘোষ, আবৃত্তিকার হৃদয় সাঁই, জয়িতা সাঁই প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। দুর্গাপুরের অধিকাংশ যন্ত্রসঙ্গীত শিল্পী যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নন্দিনী বন্দ্যোপাধ্যায়। সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন দীনবন্ধু বালিয়াল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।