Breaking News: অজয়ে জল বাড়তেই সংকটে অস্থায়ী সেতু, ধরেছে ফাটল, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ২ জুলাই ২০২৪: অজয়ে জল বাড়তেই সংকটে অস্থায়ী সেতু। ধরেছে ফাটল। তার উপর দিয়েই ছুটছে ভারি ভারি ট্রাক সহ অন্যান্য যানবাহন। ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা নিয়েই সেতু পারাপার করছেন অজয়ের দুই পাড়ের মানুষজন। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার শিবপুর ও বীরভূম জেলার ইলামবাজারের জয়দেব এর মাঝে রয়েছে ওই অস্থায়ী সেতু। যা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ক্রমশ। এবিষয়ে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “প্রতিবছরই বর্ষার সময় ওই অস্থায়ী সেতু ভেঙে সমস্যা দেখা দেয়। তবে নতুন পাকা সেতু পুজোর আগেই চালু হয়ে যাবে বলে আমি আশাবাদী।”

কিশোরীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার কান্ড

স্থানীয়রা জানিয়েছেন, অজয়ে জল বাড়তেই ফাটল ধরেছে সেতুতে। তবুও বিপজ্জনক অবস্থাতেই পারাপার করছে ভারি ভারি ট্রাক। যে কোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। নজর নেই প্রশাসনের। ঝাড়খন্ডে লাগাতার বৃষ্টির ফলে ঝাড়খণ্ডের শিকাটিয়া জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। তার ফলে সোমবার রাত থেকে ক্রমশ বাড়ছে অজয়ের জলস্তর। অস্থায়ী সেতু এখন কার্যত ভাঙ্গার মুখে দাঁড়িয়ে। এর আগে হড়পা বানে কখনও অস্থায়ী সেতু ভেঙে মাঝ নদীতে আটকে থাকতে দেখা গিয়েছে ভারি ট্রাক। আবার কখনও অস্থায়ী বাঁশের মাচা ভেঙে তলিয়ে গিয়েছে বাইক সমেত দুই যুবক।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

ফের বেড়েছে অজয়ের জলের স্তর। কিন্তু কোনও নজরদারি নেই বীরভূম জেলা পুলিশ বা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশের। পাশেই তৈরি হচ্ছে অজয়ের স্থায়ী সেতু। এখনও কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ বাড়ছে। প্রতিদিন এই সেতু দিয়ে বীরভূমের স্কুলে যান শিক্ষক আনন্দময় গরাই। তিনি বলেন, “অজয়ের স্থায়ী সেতুর কাজ এখনও শেষ হয়নি। তাই আমাদের দুর্ভোগ বাড়ছে। আবার অজয়ের জলের স্তর বাড়ায় অস্থায়ী সেতু ভাঙার মুখে। এই অবস্থায় যেভাবে ভারি ভারি ট্রাক যাতায়াত করছে তাতে যখন তখন অস্থায়ী সেতু ভেঙ্গে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।” কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, “আমি পুলিশের আধিকারিকদের সাথে কথা বলছি এবং যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করছি। সেপ্টেম্বরের মধ্যে অজয়ের স্থায়ী ব্রিজের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি। তারপরেই এই সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!