দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ মার্চ ২০২৪: নিকাশি নালা বুজিয়ে বহুতল নির্মাণ করার অভিযোগ তুলে স্থানীয়দের বিক্ষোভ। প্রতিবাদ করায় স্থানীয়দের উপর হামলার অভিযোগ প্রোমোটারদের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার জেমুয়ার ক্রিশ্চান পল্লী এলাকায়।
এলাকায় বড় নিকাশি নালা গিয়ে মিশেছে ছোট নালায়। স্থানীয়দের অভিযোগ, ছোট নিকাশি নালার শেষ প্রান্তে কয়েকদিন আগে মাটি ফেলে বুজিয়ে দেওয়া হয়। ফলে মশা মাছির উপদ্রবের পাশাপাশি নোংরা জল উপচে পড়ছিল এলাকায়। প্রোমোটারদের বিরুদ্ধে নিকাশিনালা বুঝিয়ে অবৈধ নির্মাণ করার অভিযোগ তুলে শনিবার ওই বড় নিকাশি নালার উপর মাটি ফেলে প্রতিবাদে নামেন স্থানীয়রা।
শনিবার সকাল থেকে ওই নিকাশি নালার পাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। তখনই কয়েকজন এসে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি এক পৌঢ়কে ধাক্কাও মারা হয়। এদের পিছনে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনা।
বিক্ষোভকারী রাধারানী মন্ডল অভিযোগ তোলেন, পাকা নিকাশি নালার শেষ প্রান্তে হচ্ছে নির্মাণ কাজ। কয়েকদিন আগে সেই কাজের জন্যই প্রোমোটাররা নিকাশি নালা বুঝিয়ে দেয়। এই বিষয় নিয়ে স্থানীয় জেমুয়া গ্রাম পঞ্চায়েত, দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতি এবং দুর্গাপুর মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও কোন সুরাহা মেলেনি।
দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি স্বাধীন ঘোষ জানান, এলাকায় যাতে নিকাশি নালার সমস্যার সমাধান হয় সে ব্যবস্থা করবেন। তবে তৃণমূলের কেউ স্থানীয়দের উপর চড়াও হয়নি বলে দাবি করেন তিনি। জেলা বিজেপি সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “স্থানীয়রা সমস্যা নিয়ে বিক্ষোভ করছিলেন। তখন তৃণমূলের মদতে বিক্ষোভকারীদের উপর হামলা হয়েছে। প্রশাসন ব্যর্থ।’’
পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, “ওই এলাকায় প্রোমোটারদের দাদাগিরিতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়তে হয়। কোনও ব্যবস্থা নেয় না প্রশাসন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।