দুর্গাপুরের বীরভানপুর মহা শ্মশানের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ শ্মশান যাত্রীরা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের বীরভানপুর মহা শ্মশানের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ শ্মশান যাত্রীরা। শীততাপ নিয়ন্ত্রিত শ্মশান যাত্রীদের প্রতীক্ষালয়টি কয়েকমাস ধরে বিকল হয়ে পড়েছিল। বিকল দুর্গাপুর নগর নিগমের ওয়াটার এটিএম মেশিন। এর জেরে চরম সমস্যা করতে হচ্ছে শ্মশান যাত্রীদের। যদিও শীততাপ নিয়ন্ত্রিত বিশ্রামাগারটি সারানোর তোড়জোড় অবশেষে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে ওয়াটার এটিএম এর তালা কবে খুলবে জানা নেই।
দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে জলের এটিএম মেশিন। প্রতিশ্রুতি ছিল মাত্র ১ টাকায় মিলবে পানীয় জল। কিন্তু হোয়াট আর এটিএম বন্ধ থাকায় বাইরে থেকে জল কিনে খেতে হয় শ্মশান যাত্রীদের। গ্রীষ্মে জলের আকাল দেখা দেওয়ায় সমস্যা আরো বেড়েছে। শ্মশান কালী মন্দির কর্তৃপক্ষর পাইপ লাইনে অল্প জল মেলে। তবে সেই জলে এত বড় একটা শ্মশানে জল সংকট মেটানো সম্ভব নয়। তাই গরমে জলের জন্য চরম দুর্ভোগ শ্মশান যাত্রীদের। তাছাড়া, শীততাপ নিয়ন্ত্রিত শ্মশান যাত্রী প্রতীক্ষালয়ের এসিও বন্ধ রয়েছে ছয় মাস ধরে। শনিবার শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের সারাই এর কাজ শুরু হয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতে সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বহুবার দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে। কাজের কাজ কিছু হয়নি। শ্মশান যাত্রীদের গাল মন্দ শুনতে হয় বলে অভিযোগ বীরভানপুর শ্মশান কমিটি কর্তৃপক্ষের। শ্মশান কমিটির তরফে শ্যামল আচার্য অভিযোগ। করে বলেন, “দুর্গাপুর নগর নিগমকে এই সমস্যার কথা বলা হয়েছে। কাজ হয়নি। উল্টে শ্মশান যাত্রীদের গাল মন্দ খেতে হচ্ছে।” “নির্বাচন হচ্ছে না বলে পুর পরিষেবা থেকে বঞ্চিত থাকছে দুর্গাপুরের মানুষ। প্রশাসকমন্ডলী বোর্ড সম্পূর্ণ ব্যর্থ”, কটাক্ষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এর। যদিও, শ্মশান সংস্কারের কাজ শুরু হয়েছে বলে দাবি করে প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “শুধু এসি খারাপ নয়। শ্মশানে টিকিট ঘরের অবস্থা বেহাল। লাইটের অভাব রয়েছে। পানীয় জলের সমস্যা রয়েছে। দ্রুত সেই সমস্যার সমাধানের জন্য কাজ শুরু হয়েছে। প্রায় ২২ লক্ষ টাকা ব্যয় করে সংস্কারের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।” পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম এবং কংগ্রেসও।
