দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ সেপ্টেম্বর ২০২৩: রবিবার উদ্বোধন হল পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন মোট ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন। তার মধ্যে অন্যতম হল পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। বুধবার থেকে নিয়মিত চলবে ট্রেনটি। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল ও দুর্গাপুরে থামবে। তবে এদিন উদ্বোধনের দিন ট্রেনটি আসানসোল, রানিগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, পানাগড়ে থামে।
এদিন সন্ধ্যায় বন্দে ভারত এক্সপ্রেস দুর্গাপুর স্টেশনে আসতেই ভিড় উপচে পড়ে। ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। ভীড় সামাল দিতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমব্যাট ফোর্সকে আসতে হয়।
Timing of The Patna – Howrah Vande Bharat Express
The train will arrive Jasidih at 10:53 hrs., Jamtara at 11:44 hrs.,
Asansol at 12:15 hrs. Durgapur at 12:39 hrs., whereas 22347 Howrah –
Patna Vande Bharat Express train will arrive at Durgapur at 17:28 hrs.,
Asansol at 17:53 hrs., Jamtara at 18:27 hrs., Jasidih at 19:11 hrs
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।