দুর্গাপুর পুরনিগমে ‘বহিরাগত’ বিতর্ক, রাস্তায় নামল বাংলা পক্ষ

দুর্গাপুর পুরনিগমে ‘বহিরাগত’ বিতর্ক, রাস্তায় নামল বাংলা পক্ষ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

পুরনিগমের সামনে বাংলা পক্ষের বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীতে প্রথম বদল আসে দুই সপ্তাহ আগে। ভাইস চেয়ারপার্সেন পদে অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাঁর জায়গায় ধর্মেন্দ্র যাদবকে ভাইস চেয়ারপার্সেন করা হয়। তার এক সপ্তাহ পরে নতুন সরকারি নির্দেশিকায় চেয়ারপার্সেন ও ভাইস চেয়ারপার্সেন ছাড়া বাকিদের অপসারণ করা হয়। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর লাহা ও রাখি তিওয়ারিকে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তারপর থেকে পুরনিগমের দায়িত্বে রয়েছেন দুইজন প্রশাসকমণ্ডলীর সদস্য- চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং নতুন ভাইস চেয়ারপার্সেন ধর্মেন্দ্র যাদব। এই প্রেক্ষিতে সোমবার পুরনিগমের সামনে বিক্ষোভে নামল বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলা কমিটি। অভিযোগ, বাঙালি প্রতিনিধিদের বাদ দিয়ে ‘বহিরাগতকে’ ভাইস চেয়ারপার্সেন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, পুরনিগম-সহ রাজ্যের সব নির্বাচিত পদে স্থানীয় বাঙালিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

এদিন পুরনিগমে স্মারকলিপিও দেয় বাংলা পক্ষ। জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, “দুর্গাপুরে কি যোগ্য কোনও বাঙালি নেই? বহিরাগতকে কেন ভাইস চেয়ারপার্সেন করা হল? আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।” ধর্মেন্দ্র যাদব বলেন, “দুইবারের কাউন্সিলর। তারপরে প্রায় ৩ বছর প্রশাসকমণ্ডলীর সদস্য হিসাবে কাজ করে চলেছি। তারপরেও যারা একথা বলে, তারা আমার সম্পর্কে জানে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!