দুর্গাপুর দর্পণ, ২ জুন ২০২৪: বাংলাদেশের (Bangladesh) ডাকাতদল সোনা লুঠ করল মুর্শিদাবাদে (Murshidabad)। রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামে বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ৭ ভরি সোনা লুঠ করে চম্পট দেয় ডাকাতদল। তবে ২৪ ঘন্টার মধ্যেই ডাকাতদলের ৫ জন বাংলাদেশি ও একজন ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ ডাকাতি হয় রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামে। গৃহকর্ত্রীর হাত-পা বেঁধে রেখে সাড়ে ৭ ভরি সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্র জঙ্গিপুর পুলিশ তদন্ত শুরু করে। ২৪ ঘন্টার মধ্যেই ৬জনকে গ্রেফতার করে। দুদিন ধরে বহরমপুরের একটি বাড়ি ভাড়া নিয়ে দলটি ছিল। ধৃতদের কাছ থেকে গয়না ও অস্ত্র উদ্ধার হয়েছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।