‘কুকুর’ নিয়ে বিপাকে বিসিসিআই, মামলা দিল্লি হাইকোর্টে
 
						দুর্গাপুর দর্পণ ডেস্ক: ‘কুকুর’ নিয়ে বিপাকে বিসিসিআই। মামলা দিল্লি হাইকোর্টে। IPL-এ রোবট কুকুর এনেছে BCCI। মাঠের বিভিন্ন প্রান্তে গিয়ে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা কভারেজ করছে সেই AI রোবট কুকুর। সেটির নামকরণ করার জন্য BCCI অনলাইনে একটি প্রতিযোগিতার আয়োজন করে। সেখান থেকে বেছে নেওয়া হয় নাম। AI রোবট কুকুরের নাম দেওয়া হয় চম্পক।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সেই নাম নিয়েই শুরু হয়েছে বিতর্ক। শিশুদের একটি ম্যাগাজিনের তরফে হাইকোর্টে একটি পিটিশন জমা দেয়। ওই ম্যাগাজিনের নামও চম্পক। কর্তৃপক্ষের দাবি, এই নামের জন্য ট্রেডমার্ক নেওয়া ছিল। BCCI সেই ট্রেডমার্ক থাকা সত্ত্বেও চম্পক নাম ব্যবহার করছে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট BCCI-কে একটি নোটিস পাঠিয়েছে। ৯ জুলাইয়ের মধ্যে BCCI-এর কাছে লিখিত আকারে জবাব চাওয়া হয়েছে। প্রসঙ্গত, চম্পকের মুখে একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা লাগানো আছে। লাইভ ফিড সংগ্রহ করা হয়। প্রতিটা ম্যাচে টসের সময় চম্পককে ব্যবহার করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)





 
			 
			 
			 
			 
			