গ্লুকোমা চিকিৎসায় অপ্টোমেট্রিস্টদের ভূমিকা নিয়ে সেমিনার করল BCRAPC

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ২৩ মে ২০২৪: গ্লুকোমার চিকিৎসায় একজন অপ্টোমেট্রিস্ট এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চোখের কোনও সমস্যা একেবারে প্রাথমিক পর্যায়ে সনাক্ত করে একজনকে দৃষ্টিশক্তি হারানোর হাত থেকে বাঁচিয়ে দিতে পারেন তিনি। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Academy of Professional Courses-এ অপ্টোমেট্রি (Optometry) বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স চালু রয়েছে। অনেকেই সেখান থেকে পড়াশোনা করে নিজের নিজের কেরিয়ার গড়ে নিচ্ছেন।

চিকিৎসকদের মতে, চোখের মধ্যে যে অংশ দিয়ে তরল চলাচল করে, সেই রাস্তা বন্ধ হয়ে গেলে তা জমে চোখের উপরে বিশেষ করে অপটিক স্নায়ুতে চাপ সৃষ্টি করে। সেই চাপ বাড়তে থাকলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি ক্ষীণতর হতে থাকে। ঠিক সময়ে ধরা না পড়লে এবং চিকিৎসা শুরু না করলে চিরতরে দৃষ্টিশক্তিও কেড়ে নিতে পারে এই রোগ। তাই চিকিৎসকেরা একে ‘সাইলেন্ট থিফ’ বলে থাকেন। এক্ষেত্রে একজন অপ্টোমেট্রিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)

গত ১৭ মে কলেজের সেমিনার হল আশুতোষ ভবনে অপ্টোমেট্রি বিভাগের পক্ষ থেকে “Role of an Optometrist for Glaucoma Care” শীর্ষক এক দিনের সেমিনারের আয়োজন করা হয়। ওই সেমিনারের উদ্দেশ্য ছিল, গ্লুকোমার প্রাথমিক সনাক্তকরণ ও ব্যবস্থাপনার মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধে সমাজে একজন অপ্টোমেট্রিস্ট কত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, সে বিষয়ে অবহিত করা।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন Consultant Ophthalmologist ডঃ ভাস্করদেব মুখোপাধ্যায়, MBBS, DO, MS, Mch (Ophthal), MBA (HM)। তিনি গ্লুকোমা কেয়ারের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা তাঁর বক্তব্যে তুলে ধরেন। সেমিনারে মোট ৪৫ জন পড়়ুয়া ও ফ্যাকাল্টি অংশগ্রহণ করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!