দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জুন ২০২৩: দেশের সেরা ১০০ কলেজের মধ্যে জায়গা করে নিল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences (BCRCP)। গত ৫ জুন নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সেরা ১০০ কলেজের তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার সিং। National Institutional Ranking Framework (NIRF) এই তালিকা তৈরি করে থাকে। ২০২০ সাল থেকে পর পর চার বার BCRCP এই বিশেষ কৃতিত্ব অর্জন করল।
প্রসঙ্গত, এই কলেজের B. Pharm কোর্স ২০২৩-২০২৬ সালের জন্য NBA স্বীকৃতি পেয়েছে এবং ২০২২-২০২৭ সালের জন্য এই কলেজ NAAC (B++) স্বীকৃতি অর্জন করেছে। কলেজের ডিরেক্টর ডঃ সুব্রত চক্রবর্তী কলেজের এই সামগ্রিক সাফল্যের জন্য ফ্যাকাল্টি ও পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সমীর কুমার সামন্ত এই উল্লেখযোগ্য সাফল্যের কৃতিত্ব সমগ্র BCRCP টিমকে দিয়েছেন। তিনি এই ধারা বজায় রাখা এবং ভবিষ্যতে আরও কৃতিত্ব অর্জন করার প্রতিশ্রুতি দেন। কলেজ পরিচালন সমিতির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে নিকট ভবিষ্যতে কলেজের আরও উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করার পরামর্শ দেন।