দুর্গাপুর: দুর্গাপুরে VLSI Engineering এর বিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করল Dr. B. C. Roy Engineering College (BCREC)। কলেজের VLSI Centre of Excellence in ECE -Xilinx Lab-এ আয়োজিত হয় ‘Generational Transformations in VLSI Engineering’ শীর্ষক এই সেমিনার। সেমিনারের উদ্যোক্তা Western Digital & Chair of IEEE , CAS Bangalore Chapter এর Technologist অয়ন দত্ত। সহযোগিতা করে IIPC, IETE Students Forum এবং IEEE Student Branch।উদ্বোধনী বক্তৃতায় কলেজের অধ্যক্ষ সঞ্জয় এস পাওয়ার VLSI Engineering এর নানা দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের জন্য কী কী সুযোগ রয়েছে তা ব্যাখ্যা করেন। সেমিনারের বক্তা অয়ন দত্ত বলেন, “Generational Transformations in VLSI Engineering বিষয়ক শিক্ষা উন্নত প্রযুক্তিগত জ্ঞান এবং শিল্পের প্রবণতা সম্পর্কে সচেতন করা থেকে শুরু করে জটিল সমস্যা সমাধানের দক্ষতা এবং অভিযোজনক্ষমতা বৃদ্ধির সুবিধা প্রদান করে। এই বোঝাপড়া শুধুমাত্র ছাত্র এবং পেশাদারদের সফল কেরিয়ারের জন্য প্রস্তুত করে না বরং দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তির বিবর্তনে অর্থপূর্ণভাবে অবদান রাখার জন্য তাদের দক্ষ করে তোলে।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সেমিনারে মোট ৫৪ জন শিক্ষার্থী এবং ৭ জন ফ্যাকাল্টি অংশগ্রহণ করেন। সেমিনার পরিচালনা করেন Electronics and Communication Engineering (ECE) বিভাগের অধ্যাপক ড. ত্রিবেণী প্রসাদ ব্যানার্জি, অধ্যাপক ড. অলোক সাহা এবং ড. দেবপ্রিয়া দত্ত। IEEE এবং ECE বিভাগের পক্ষ থেকে আয়োজক ছাত্র, ফ্যাকাল্টি ও বক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. অলোক সাহা এবং অধ্যাপক ড. ত্রিবেণী প্রসাদ ব্যানার্জি। সেমিনারে অংশগ্রহণকারীরা VLSI ডিজাইনের ক্রমবর্ধমান প্রবণতা, চ্যালেঞ্জ এবং প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে সম্যক ধারণা অর্জন করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।