এই পদ্ধতির প্রয়োগের মাধ্যমে ইস্পাত কারখানায় একদিকে যেমন নিরবিচ্ছিন্ন উৎপাদন বজায় থাকবে তেমনই কোনও ত্রুটি তৈরি হলে আগাম সতর্কতা গ্রহণের বার্তাও মিলবে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ মার্চ ২০২৪: এক বছর আগে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) কলেজ এবং রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা ভিলাই স্টিল প্ল্যান্ট (Bhilai Steel Plant) এর মধ্যে Institution – Industry Collaboration শুরু হয়। সেই যৌথ উদ্যোগের প্রথম সুফল মিলতে শুরু করেছে।
অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ারের নেতৃত্বে BCREC এর ফ্যাকাল্টিদের একটি দল ভিলাই স্টিল প্ল্যান্টের মার্চেন্ট মিলের জন্য ‘Digital Transformation System for Pre failure Alert Generation for Motors and Cobble Reduction based on IBA Data in WRM’ তৈরি করেছেন এবং তা বাস্তবায়িত করে কার্যকরী করেছেন। এই পদ্ধতির প্রয়োগের মাধ্যমে ইস্পাত কারখানায় একদিকে যেমন নিরবিচ্ছিন্ন উৎপাদন বজায় থাকবে তেমনই কোনও ত্রুটি তৈরি হলে আগাম সতর্কতা গ্রহণের বার্তাও মিলবে।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বস্তুত, BCREC এর এই উদ্যোগ ইস্পাত শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের একটি উজ্জ্বল সফল নজির হিসাবে পরিগণিত হচ্ছে। অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার ছাড়া ওই দলের বাকি সদস্যরা হলেন ডঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ডঃ গৌর সুন্দর মিত্র ঠাকুর, ডঃ অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, সৈকত দে এবং ডঃ অনির্বাণ বসু। গত ২৯ ফেব্রুয়ারি কলেজের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়। কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য তাঁদের এই সাফল্যের জন্য বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। তিনি অন্যান্য ফ্যাকাল্টিদেরও শিল্পক্ষেত্রের প্রয়োজনীয়তার নিরিখে গবেষণাভিত্তিক কাজে বেশি বেশি করে নিজেদের নিযুক্ত রাখার পরামর্শ দেন।
ওই প্রজেক্টের জন্য ভিলাই স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষের তরফে প্রদেয় অর্থ থেকে কলেজের তরফে ওই দলের সবাইকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার বলেন, ‘‘এই প্রজেক্টের সাফল্য ফ্যাকাল্টিদের এই ধরণের অন্যান্য প্রজেক্টের সফল বাস্তবায়নে বেশি করে আত্মবিশ্বাসী ও উৎসাহিত করে তুলবে।’’ কলেজ সোসাইটির কোষাধ্যক্ষ জার্নেল সিং, সোসাইটির সদস্য সাধনা শিকদার ছাড়াও সমস্ত ফ্যাকাল্টি ও কর্মীরা সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।