মানব জাতির ভবিষ্যৎ সংকটে, জাতীয় বিজ্ঞান দিবসে জীববৈচিত্র রক্ষার ডাক দিল বিসিআরপিসি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ড. বি. সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস (বিসিআরপিসি) গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস ২০২৫ উদযাপন করে। কলেজের বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি (বিএমএলটি) বিভাগের উদ্যোগে দিনটি পালিত হয়। সহযোগিতা করে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের (পিবিভিএম), পশ্চিম বঙ্গ জেলা কমিটির আচার্য সত্যেন্দ্র নাথ বসু বিজ্ঞান কেন্দ্র। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন পিবিভিএম এর পশ্চিম বর্ধমান জেলা সভাপতি শ্রীকান্ত চট্টোপাধ্যায়।
জ্ঞান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পিবিভিএম এর তরফে শ্রীকান্ত চট্টোপাধ্যায়, সজল বসু, দেবব্রত চৌধুরী এবং বিএমএলটি এর বিভাগীয় প্রধান অধ্যাপক সোহিনী গাঙ্গুলি ও বিসিআরএপিসি-র পরীক্ষা সেলের প্রধান অধ্যাপক রামকৃষ্ণ রক্ষিত। অধ্যাপক রামকৃষ্ণবাবু স্বাগত ভাষণ দেন। অধ্যাপক সোহিনী গাঙ্গুলি তাঁর বক্তৃতায় জাতীয় বিজ্ঞান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং পড়ুয়াদের জন্য দিনটির প্রাসঙ্গিকতা তুলে ধরেন।(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এরপর শ্রীকান্তবাবু জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন জীববৈচিত্র্য বিষয়ে। তাঁর বক্তব্যে পৃথিবীর সৃষ্টি, জীবনের উৎপত্তি ও বিবর্তন এবং জীবকূলের পারস্পরিক আন্তঃসংযোগের উপর গভীর আলোকপাত করেন। বিভিন্ন প্রজাতির বিলুপ্তি এবং বাস্তুতন্ত্রের উপর এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণ না করলে যে মানব জাতির ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়বে, এ কথা সাফ জানিয়ে জীববৈচিত্র্য রক্ষার ডাক দেন তিনি।
অনুষ্ঠানে বিজ্ঞান মডেল প্রদর্শনীরও আয়োজন করা হয়। পড়ুয়ারা নিজেদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী সৃষ্টি প্রদর্শন করে। এছাড়া পিবিভিএম-এর কর্মী মিঠু চক্রবর্তী, মৌ সাহা এবং কবিতা সেনগুপ্ত হাতে-কলমে ভেষজ আবির তৈরি বিষয়ক একটি কর্মশালা পরিচালনা করেন। আসন্ন দোল উৎসবে রাসায়নিক রং ব্যবহার না করে জৈব আবির দিয়ে পরিবেশ বান্ধব উপায়ে রং খেলার পরামর্শ দেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
