সবজি বাগানে ঢুঁ মারলেই দেখা যাবে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, আলু, কুমড়ো, টমেটো সহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। সেই সবজিই রান্না হয় মিডডে মিলে।
——————————————-
সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসা ব্লকের বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় নির্মল বিদ্যালয়ের পুরস্কার পেয়েছে। স্কুলে স্বচ্ছ পরিবেশ তৈরি করা। পড়ুয়াদের নিয়ে সবজির বাগান গড়ে তোলা। নিয়মানুবর্তিতা তো আছেই। সব মিলিয়েই মিলেছে এই সাফল্য। পুরস্কার পেয়ে খুশি পড়ুয়া থেকে অভিভাবক, এলাকাবাসীরা।স্কুলের সহকারী শিক্ষক রাকেশ তোমার জানান, প্রধান শিক্ষক বাপি হাজরার নেতৃত্বে কয়েক বছর ধরে তাঁরা স্কুলকে সাজিয়ে তুলেছেন ধাপে ধাপে। সবজির বাগান গড়ে তোলা হয়েছে। নিয়মিত সাফাই করা হয় স্কুলের চতুর্দিক। স্কুলে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট পড়ুয়ার সংখ্যা ১৫০ জন। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা চারজন। পড়ুয়াদের কয়েকটি বিভাগে ভাগ করে স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী করা হয়েছে। তাঁদের নেতৃত্বেই বিদ্যালয় প্লাস্টিক মুক্ত হয়েছে।
স্কুলের দেওয়ালে মনীষীদের ছবি আঁকা। বিভিন্ন কবিতা, সুস্থ থাকার বিভিন্ন পদ্ধতি জ্বলজ্বল করছে দেওয়ালে। সবজি বাগানে ঢুঁ মারলেই দেখা যাবে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, আলু, কুমড়ো, টমেটো সহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। সেই সবজিই রান্না হয় মিডডে মিলে। পড়ুয়াদের পুষ্টি মিলছে সবজি থেকে। স্কুলের পড়ুয়ারা বিভিন্ন মেধা পরীক্ষাতেও অংশ নিয়ে থাকে। অভিভাবক লক্ষ্মীনারায়ণ গড়াই বলেন, “এই ধরনের পুরস্কার এর আগে কোনওদিন পায়নি স্কুল। আমরা গর্বিত।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।