দুর্গাপুরে অবৈধ বালির কারবার, গ্রেফতার ৩, আটক ২টি ট্রাক্টর

WhatsApp Group
Join Now
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ জানুয়ারি ২০২৪: রমরমিয়ে চলছে অবৈধ বালির কারবার। দামোদর ও অজয় থেকে অবৈধভাবে বালি তুলে রাতের অন্ধকারে পাচার হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের আরতি সংলগ্ন এলাকা থেকে দুর্গাপুর থানার পুলিশ দুটি ট্রাক্টর সহ তিন জনকে গ্রেফতার করে।
বুধবার অভিযুক্ত রফিকুল আলম, বাবুলাল অঙ্কুর ও লক্ষ্মী রাম মাঝিকে দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশ। বিচারক তাদের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই বালি পাচারের সঙ্গে আরও কে কে যুক্ত রয়েছে তা জানতে তাদের জেরা করবে পুলিশ। প্রশাসনের কড়া নির্দেশের পরেও এভাবে বালি পাচারের নেপথ্যে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার মদত রয়েছে বলে পুলিশের একটি সূত্রে খবর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।