Durgapur: ক্ষুব্ধ বিশ্বনাথ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও ‘ব্রাত্য’!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ মার্চ ২০২৪: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও ‘ব্রাত্য’ তিনি। এমনই অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিলেন দুর্গাপুরের (Durgapur) তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। নাম না করে আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটকের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বনাথ। যদিও সবাই ‘একসাথে কাজ করছি’, দাবি করেছেন অভিজিৎ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে আবারও তৃণমূলের গোষ্ঠীকোন্দল মাথা চাড়া দিল।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া সফরের আগে দুর্গাপুরে আসেন। সেখানেই জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে দলীয় বিষয়ে আলোচনা করেন। দুর্গাপুর পশ্চিম বিধানসভার দায়িত্ব দেওয়া হয় বিশ্বনাথ পাড়িয়ালকে। শনিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকার একটি বেসরকারি কারখানায় শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষকে নিয়ে কর্মসূচি করেন অভিজিৎ। কিন্তু বিশ্বনাথকে ডাকা হয়নি বলে অভিযোগ।

তিনি জানান, লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ধরনের কর্মসূচি দলকে দুর্বল করবে এবং নগ্ন দলবাজিকে উৎসাহিত করবে। এই বিষয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন বলেও জানান তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করে অভিজিৎবলেন, “দায়িত্বে উনি আগেও ছিলেন। এখনও আছেন। সকলকে নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য। লোকসভা নির্বাচনে ভাল ফল করতে সকলকে একত্রিত হয়েই কাজ করতে হবে।’’

কটাক্ষের সুরে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “দলের উপর কোনও নিয়ন্ত্রন নেই নেতৃত্বের। মুখ্যমন্ত্রী ভুল বকছেন। তাই ওনার কথা কেউ শুনছেন না। নরেন্দ্র মোদী যেভাবে প্রচার শুরু করেছেন ২০২৪-এ মানুষ বুঝিয়ে দেবে।’’ সিপিএমের জেলার সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, “ওদের দলের কেউ কাউকে মান্যতা দেয় না। কে কোথায় ভাগ পাবে সেই নিয়েই ব্যস্ত। নেতৃত্বেও গুরুত্ব দিচ্ছে না সেজন্যই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!