দুর্গাপুর দর্পণ, ১২ মে ২০২৪: শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডাল বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভ্যর্থনা জানান কয়লা মাফিয়া জয়দেব খান। এমনটাই অভিযোগ তৃণমূলের। তৃণমূলের তরফে তেমন একটি ছবি ভাইরাল হয়েছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি ‘দুর্গাপুর দর্পণ’। সেদিন স্বরাষ্ট্র মন্ত্রীকে বিদায় জানানোর জন্য জয়দেব খাঁ সহ বিজেপি যে ১৫ জনের প্রতিনিধি দলের তালিকা তৈরি করেছিল, সেই তালিকায় থাকা সবাইকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মুখপাত্র শশী পাঁজা কয়লা মাফিয়া বলেছেন বলে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে রবিবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন বিজেপির জেলা মিডিয়া সেলের আহ্বায়ক জিতেন চট্টোপাধ্যায়।
বিজেপির ওই তালিকায় নাম রয়েছে জিতেনেরও। কলকাতায় রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মুখপাত্র শশী পাঁজা বলেন, ওই তালিকায় থাকা জয়দেব খাঁ ও লক্ষ্মণ ঘোড়ুই প্রতিষ্ঠিত কয়লা মাফিয়া। জিতেন বলেন, “দুর্গাপুর পশ্চিমের বিধায়ক হলেন লক্ষ্মণ ঘোড়ুই। তিনি কী করে প্রতিষ্ঠিত কয়লা মাফিয়া হলেন? ওই তালিকায় থাকা সবাইকেই কয়লা মাফিয়া বলেছেন তৃণমূলের মুখপাত্র।”
তিনি আরও বলেন, “আমি সম্ভ্রান্ত বংশের সন্তান। আমি সরকারি ঠিকাদারি করি। আমার পরিবার রয়েছে। এই মিথ্যা রাজনৈতিক বিবৃতির ফলে আমার পারিবারিক গরিমা নষ্ট হয়েছে। আমার নিরাপত্তা নিয়েও আমি চিন্তিত।” এই নিয়ে রবিবার তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মুখপাত্র এই নিয়ে প্রকাশ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেন জিতেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।