১৬ দিনে পড়ল অনশন, এলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা

১৬ দিনে পড়ল অনশন, এলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাদা রোড এলাকার একটি সিমেন্ট কারখানায় শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ১৬ দিন ধরে অনশন করছেন ভূমিরক্ষা কমিটির ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। শনিবার তাঁর সঙ্গে দেখা করতে এলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ধ্রুবজ্যোতির কাছে সব শুনে ও কাগজপত্র দেখে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)  

তিনি বলেন, “আমরা শিল্পের পক্ষে। কিন্তু শিল্পের নাম করে শ্রমিক শোষণও মেনে নেওয়া হবে না। এই কারখানায় শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না। সেফটি, সিকিউরিটি নেই। দূষণ রোধের ব্যবস্থা নেই। পে স্লিপ, ই এস আই নেই। শ্রমিকদের স্বার্থে কারখানার গেটের সামনে এতদিন ধরে অনশন করছে ধ্রুবজ্যোতি। কর্তৃপক্ষের তরফে কারওর সঙ্গে দেখা হয়নি। সোমবার আমি কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। কেন্দ্রীয় মন্ত্রীকেও সব জানাবো। শ্রমিকদের কাজে ঢুকতে গেলে আন্দোলন না করার মুচলেকা দিতে হচ্ছে। এই স্বৈরতন্ত্র মানা হবে না।”

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
১৬ দিনে পড়ল অনশন, এলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা
News
১৬ দিনে পড়ল অনশন, এলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা
:
সোমবার আমি কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে যোগাযোগ করব। কেন্দ্রীয় মন্ত্রীকেও সব জানাবো। শ্রমিকদের কাজে ঢুকতে গেলে আন্দোলন না করার মুচলেকা দিতে হচ্ছে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!