দুর্গাপুরে মন্ত্রী ফিরহাদ হাকিমের কুশ পুত্তলিকা দাহ করল বিজেপি
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ জুলাই ২০২৪: ধর্ম নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে রাজ্য সড়কে বিক্ষোভ দেখিয়ে মন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করে বিজেপি। এর জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, একজন সরকারি চেয়ারে বসে এই ধরণের কথা বলছেন। ভাবা যায় না। এর প্রতিবাদে যাঁরা সনাতন ধর্মে বিশ্বাসী তাঁরা একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য জুড়ে। দুর্গাপুরেও আমরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছি। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now