বুধবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল বিজেপি
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ ডিসেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় এবিএল এর জঙ্গলে বারে বারে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এই অভিযোগ তুলে বুধবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল বিজেপি। রাস্তায় বসে পড়েন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-ও।
কেন আইন-শৃঙ্খলার এই অবনতি শিল্পাঞ্চল দুর্গাপুরে, সেই প্রশ্ন তুলে শুরু হয় রাস্তা অবরোধ। বিধায়ক বলেন, ‘‘রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। দিকে দিকে নারী নির্যাতন হচ্ছে। দুর্গাপুরও তার ব্যতিক্রম নয়। এই পরিস্থিতি থেকে মুক্তি চাই। তাই এই আন্দোলন। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসাও হয় বিক্ষোভকারীদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।