দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২০ ডিসেম্বর ২০২৩: আচমকা নবান্নে ঢুকে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন কয়েকজন বিধায়কও। বুধবার দুপুর পৌনে বারোটা নাগাদ নবান্নে হাজির হন শুভেন্দু। ১৪ তলায় গিয়ে দেখা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে। মিনিট ২৫ পরে বেরিয়ে যান। এরপরেই নবান্নের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসে পুলিশ।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি (রিজার্ভড ফোর্স) অভিষেক গুপ্তা সহ পুলিশের বড় কর্তারা বৈঠকে বসেন।নবান্নের গেটগুলিতেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রীর প্রবেশপথের নিরাপত্তার ভার দেওয়া হচ্ছে সাব-ইন্সপেক্টর পদের অফিসারদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।