মন্দিরে পুজো দিয়ে সেনার সুস্থতা কামনা করলেন বিজেপি কর্মীরা
						দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আদিশক্তির প্রার্থনা করে ভারতীয় সেনার কাজকে কুর্নিশ করল বিজেপি। এরপর আলতা সিঁদুর বিতরণ করেন বিজেপির কর্মী সমর্থকরা। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার ৪নং মন্ডল এলাকায় শুক্রবার এই কর্মসূচী পালন করা হয়। নেতৃত্ব দেন ৪নং মন্ডলের সভাপতি বিশ্বনাথ দাস, যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বিজেপি নেতারা। যুব সভাপতি বিশ্বনাথ দাস বলেন, “অপারেশন সিঁদুর সফল হয়েছে। সেই জন্যই আমরা কালী মন্দিরে পুজো দিলাম। ভারতীয় সেনাদের সুস্থতা কামনা করলাম। সঙ্গে আলতা সিঁদুর বিতরণ করলাম।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

BJP workers pray for the health of the soldiers by offering prayers at the temple
যুব সভাপতি বিশ্বনাথ দাস বলেন, "অপারেশন সিঁদুর সফল হয়েছে। সেই জন্যই আমরা কালী মন্দিরে পুজো দিলাম। ভারতীয় সেনাদের সুস্থতা কামনা করলাম। সঙ্গে আলতা সিঁদুর বিতরণ করলাম।"
Published By
							Arpita Majumder
							
							
							Durgapur Darpan
							
							
							


