দুর্গাপুরের প্রয়াত চিত্র সাংবাদিক দীপক গুরুঙ্গের স্মরণে রক্তদান শিবির

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের প্রয়াত চিত্র সাংবাদিক দীপক গুরুঙ্গের স্মরণে বৃহস্পতিবার মিশন হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করেছিল দুর্গাপুর মেইনস্ট্রিম মিডিয়া সোসাইটি। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে আয়োজিত এই শিবিরে সাংবাদিকরা এবং দীপকের প্রতিবেশীরা, মোট ১৫ জন এদিন রক্তদান করেন। ২০১৩ সালের ৩১ জুলাই জাতীয় সড়কের ডিভিসি মোড়ে মোটরবাইক নিয়ে সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা দীপকবাবুকে একটি দশ চাকার লরি সিগন্যাল ভেঙে ধাক্কা মারে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তারপর থেকে প্রতি বছর দুর্গাপুর মেইনস্ট্রিম মিডিয়া সোসাইটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবার ছিল ১৩ তম বর্ষ। শিবির শুরুর আগে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সাংবাদিক, চিত্র সাংবাদিক সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ, চিকিৎসক ও ব্লাড সেন্টারের ইনচার্জ ডা: পৃথ্বভী রাজ সহ অনান্যরা। কবি ঘোষ বলেন, “আমাদের দেশে এক হাজার জনের মধ্যে মাত্র ৮ জন রক্তদান করেন। রক্তদানে সবাই এগিয়ে এলে রক্তের ভান্ডার কখনও অপূর্ণ থাকত না। আমাদের আবেদন, সবাই সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান, স্মরণ অনুষ্ঠানে রক্তদানে এগিয়ে আসুন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

