দুর্গাপুর দর্পণ, ৯ মে ২০২৪: টান টান উত্তজনা। কার্যত স্তব্ধ গোটা এলাকা। গুটি গুটি পায়ে পরিত্যক্ত ব্যাগের দিকে এগিয়ে গেলেন বম্ব স্কোয়াডের কর্মী। তারপর? পরিত্যক্ত ব্যাগ ঘিরে বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত সুকান্ত পল্লী এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। একটি ম্যারেজ হলের পিছনে পড়েছিল ব্যাগটি। আসে পুলিশ। আসে বম্ব স্কোয়াড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ম্যারেজ হলটির মালিক বিজেপির জেলা সহ সভাপতি মনীষা সিকদার। সন্ধ্য়েয মনীষা ব্যাগটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
ঘটনার খবর চাউর হতে সেখানে পৌঁছায় বিজেপি ও তৃণমূল কর্মীরা। দুই দলের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরী হয়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছান বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও তৃণমূল নেত্রী লাভলি রায়। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ তোলেন।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সকাল পর্যন্ত গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ। বম্ব স্কোয়াড আসে। এরপর ব্যাগটি তুলে রাস্তার মাঝে আনার ব্যবস্থা করা হয়। ব্যাগ খুলতে অবশ্য বেরিয়ে আসে জামা-কাপড়। কার্যত হাঁফ ছেড়ে বাঁচেন এলাকাবাসী, পুলিশ, বম্ব স্কোয়াডের কর্মীরা। তৃণমূলের কটাক্ষ, নির্বাচনের আগে হেরে যাওয়ার ভয়ে এইসব নাটক করছে বিজেপি।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।