এসএসসি পরীক্ষা নিয়ে তুমুল বিতর্ক দুর্গাপুরে

এসএসসি পরীক্ষা নিয়ে তুমুল বিতর্ক দুর্গাপুরে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

কালো পোশাকে ‘বাউন্সার’, অবাক পরীক্ষার্থীরা, উত্তাল কলেজ প্রাঙ্গণ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত সপ্তাহের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় (এসএসসি) নৈহাটি সহ রাজ্যের একাধিক জায়গায় ‘বাউন্সার’ রাখার অভিযোগ ঘিরে বিতর্ক দেখা দিয়েছিল। এবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে একই ঘটনা ঘটল। রবিবার সেখানে পরীক্ষা দিতে এসেছিলেন প্রায় ১,৩০০ পরীক্ষার্থী। কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে পুলিশ মোতায়েন থাকলেও, পরীক্ষার্থীরা অবাক হয়ে যান যখন তাঁরা দেখেন, পুলিশের পাশাপাশি পুরুষ ও মহিলা বাউন্সাররাও রয়েছেন নিরাপত্তার জন্য।

কালো পোশাকে থাকা, গলায় পরিচয়পত্র ঝোলানো বাউন্সারদের দেখে প্রথমে পরীক্ষার্থীদের অনেকে ভেবেছিলেন তাঁরা হয়তো পুলিশ। পরে বিষয়টি বুঝতে পারেন তাঁরা। পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা যায় ওই বাউন্সারদের। কলেজে এদিন মোট ১০ জন বাউন্সার ছিলেন। তাঁরা জানান, বর্ধমান থেকে তাঁদের পাঠানো হয়েছে। নিজেদের তাঁরা বাউন্সার বলেই জানান। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বাউন্সার নয়, বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সরকারের তরফে এসএসসি থেকে পাঠানো হয়েছে। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এই ঘটনা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তাঁর বক্তব্য, সরকারি পরীক্ষায় এই বহিরাগতদের কে নিয়ে এসেছে? এসএসসি পরীক্ষা নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে, তার পরেও কিভাবে বাউন্সার আনা হল? পুলিশ কি যথেষ্ট নয়? তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সব ধরণের ব্যবস্থা নিয়েছে। সব কিছুতেই রাজনীতি খোঁজা বিজেপির কাজ। কী বিষয় খোঁজ নিয়ে দেখব।” তবে রাজনৈতিক চাপানউতোর যাই চলুক, এসএসসি পরীক্ষার নিরাপত্তায় বাউন্সার নিয়োগ ঘিরে এখন জোর বিতর্ক চলছে দুর্গাপুরে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
এসএসসি পরীক্ষা নিয়ে তুমুল বিতর্ক দুর্গাপুরে
News
এসএসসি পরীক্ষা নিয়ে তুমুল বিতর্ক দুর্গাপুরে
:
নিজেদের তাঁরা বাউন্সার বলেই জানান। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বাউন্সার নয়, বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সরকারের তরফে এসএসসি থেকে পাঠানো হয়েছে। 
Published By
error: Content is protected !!