দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ ডিসেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের দুটি স্কুলে বুধবার রাতে রহস্যজনক ঘটনা ঘটে। দুটি স্কুলেই দুষ্কৃতীরা গেটের তালা ভেঙে ঢোকে, পর পর আলমারির তালা ভাঙে। অথচ টাকা বা অন্য কিছুই নেয়নি। কার্যত আদৌ কিছু চুরি গিয়েছে কি না তাই বুঝে উঠতে পারছে না স্কুল দুটি। তাই পর পর দুটি স্কুলে কেন এই ঘটনা তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে১
বৃহস্পতিবার সকালে দুর্গাপুর স্টেশন সংলগ্ন তারকনাথ উচ্চ বিদ্যালয় খোলার সময় শিক্ষিক শিক্ষিকারা দেখেন প্রধান শিক্ষকের রুমের তালা ভাঙা। ভেতরে ঢুকতেই দেখেন আলমারিগুলির তালা ভাঙা। গুরুত্বপূর্ণ নথি ছড়িয়ে ছিটিয়ে পড়ে। একই ঘটনা দুর্গাপুরের রাইরানী দেবী গার্লস উচ্চ বিদ্যালয়েও। দুটি বিদ্যালয় থেকেই নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি না নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে কেন এসেছিল দুষ্কৃতীরা? পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।