দুর্গাপুর দর্পণ, ৬ জুন ২০২৪: ফের দুঃসাহসিক চুরি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে। বেঙ্গল অম্বুজা এবং চতুরঙ্গ সংলগ্ন এনসি রায়চৌধুরী এলাকায় দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বুধবার রাতে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। দুটি বাড়ি মিলিয়ে কাঁসার বাসন সহ নগদ ১৭ হাজার টাকা চুরি গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এনসি রায়চৌধুরী এলাকার বাড়ির গৃহকর্ত্রী নমিতা চক্রবর্তীর অভিযোগ, ভোরে ঘুম থেকে ওঠার সময় উপর থেকে থালা-বাসন পড়ে যাওয়ার আওয়াজ পান। বাড়ির দরজা খুলতেই দেখেন দুষ্কৃতীরা পালাচ্ছে। বাড়ির অন্যান্যরা উপরে গিয়ে দেখেন আলমারি ভাঙা। নগদ ৯ হাজার টাকা উধাও। অম্বুজা এলাকার বাড়ির গৃহকর্ত্রী ইন্দ্রানী দে জানান, সকালে উঠে দেখেন, একটা ঘরের দরজা ভিতর দিক দিয়ে বন্ধ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
তিনি জানান, বাড়ির বাইরে বেরিয়ে দেখেন জানালা কাটা। ভিতরে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারি ভাঙা। প্রায় ৮ হাজার টাকা এবং ওই ঘরে থাকা কাঁসার বাসনপত্র উধাও। সিসি ক্যামেরাতে ধরা পড়েছে, রাত ১টা ৫৩ নাগাদ দুষ্কৃতীরা এসেছিল। প্রসঙ্গত, কয়েক মাস আগে অম্বুজা এলাকাতে পরপর দুটি বাড়িতে এভাবেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেই দুষ্কৃতীরা এখনও অধরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।