মাসে মাত্র ৮৩৪ টাকা দিলেই ৬০ বছর বয়সে মিলবে ১১ কোটি!

দুর্গাপুর দর্পণ ডেস্ক: মাসে মাত্র ৮৩৪ টাকা দিলেই ৬০ বছরে মিলবে ১১ কোটি! হ্যাঁ, ঠিকই পড়ছেন। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করেছে। এর নাম এনপিএস বাৎসল্য (NPS Vatsalya Scheme)। এটি পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (পিএফআরডিএ) দ্বারা নিয়ন্ত্রিত। এই সঞ্চয়-কাম-পেনশন প্রকল্পে বাবা-মায়েরা ১৮ বছরের কম বয়েসী সন্তানের জন্য বিনিয়োগ করতে পারেন। সন্তানের ১৮ বছর হয়ে গেলে স্কিমটি বদলে যাবে সাধারণ এনপিএস স্কিমে। যে কোনও ব্যাঙ্ক বা ডাকঘরে গিয়ে স্কিমটি চালু করা যাবে। বছরে ন্যূনতম ১০০০ টাকা জমা দিতেই হবে। উর্ধ্বসীমা কিছু নেই।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এই স্কিমের অধীনে জমা দেওয়া আপনার টাকা সরকারি সিকিউরিটি, ডেট, বন্ড এবং শেয়ার বাজার মিলিয়ে বিনিয়োগ করা হয়। সন্তান জন্মের পরে বছরে ১০ হাজার টাকা করে অর্থাৎ মাসে ৮৩৪ টাকা করে জমা দিলে সন্তান ৬০ বছর বয়েসে পেয়ে যাবে ১১ কোটি টাকা! সন্তান জন্মের সময় থেকে এই স্কিমে কেউ যদি মাসে ৮৩৪ টাকা করে জমান, তাহলে ১০ শতাংশ রিটার্ন পেলে সন্তানের ১৮ বছর বয়সে পাওয়া যাবে ৫.৪ লক্ষ টাকা। যদি টাকা না তুলে বিনিয়োগ চালু রাখা হয় তাহলে ৬০ বছর বয়সে এই স্কিম থেকে সন্তান পাবে ২.৭৫ কোটি টাকা। তবে, ঝুঁকি নিয়ে অ্যাগ্রেসিভ মোডে বিনিয়োগ করলে ১২.৮৬ শতাংশ রিটার্ন ধরলে ৬০ বছর বয়সে তা পৌঁছে যাবে ১১.০৫ কোটি টাকায়! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
