পানাগড় শিল্পতালুকে লরির চালক ও খালাসিদের দীর্ঘদিনের দাবি পূরণ

পানাগড় শিল্পতালুকে লরির চালক ও খালাসিদের দীর্ঘদিনের দাবি পূরণ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড়ে অবশেষে ইথানল কারখানায় লরির চালক ও খালাসিদের জন্য ক্যান্টিন ও স্নানের ব্যবস্থা চালু হল। দীর্ঘদিন ধরে চালক ও খালাসিরা অভিযোগ করে আসছিলেন, গাড়ি খালি করার জন্য় কখনও কখনও কয়েকদিন ধরে থাকতে হয়। চরম দুর্ভোগে পড়তে হয় তাঁদের। কিছুদিন আগে তাঁরা কারখানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগের কথা জানান চালকদের সংগঠনকেও।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

রবিবার কারখানা কর্তৃপক্ষ এবং চালকদের সংগঠন যৌথভাবে চালক ও খালাসিদের কাছে তাঁদের সমস্যা কথা শোনেন। উপস্থিত ছিলেন ইথানল কারখানার আধিকারিক অভিজিৎ সিনহা, চালকদের সংগঠনের সভাপতি মিঠুন শেখ প্রমুখ। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন থেকে চালক, খালাসিদের থাকা খাওয়ার ও স্নানের কোনও অসুবিধা হবে না। তাছাড়া তাঁদের গাড়ি যাতে দ্রুত খালি করা যায় সেদিকেও নজর দেওয়া হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
পানাগড় শিল্পতালুকে লরির চালক ও খালাসিদের দীর্ঘদিনের দাবি পূরণ হল
News
পানাগড় শিল্পতালুকে লরির চালক ও খালাসিদের দীর্ঘদিনের দাবি পূরণ হল
:
গাড়ি খালি করার জন্য় কখনও কখনও কয়েকদিন ধরে থাকতে হয়। চরম দুর্ভোগে পড়তে হয় তাঁদের। কিছুদিন আগে তাঁরা কারখানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগের কথা জানান চালকদের সংগঠনকেও।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!