দুর্গাপুর: সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুরের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত শিক্ষক বুদ্ধদেব সেনগুপ্তের ৭০ তম জন্মদিন পালন করা হয় গত ১১ ডিসেম্বর সন্ধ্যায়। তাঁর ছাত্র ছাত্রী এবং দুর্গাপুর রম্যবীণার সদস্যবৃন্দ দুর্গাপুর নগর নিগমের বিধানচন্দ্র রায় স্মৃতি প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সমবেত কন্ঠে পরিবেশিত হয় রবীন্দ্র সঙ্গীত, দ্বিজেন্দ্র গীতি এবং আধুনিক বাংলা গান। সুমিতা রাহুত, ঋতুকণা ভৌমিক, বাণী চট্টোপাধ্যায় ও সুদীপ্তা দাস জানা সঙ্গীত পরিবেশন করেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
একক সঙ্গীত পরিবেশন করেন বুদ্ধদেব সেনগুপ্তের অন্যতম ছাত্রী তথা দুর্গাপুর পুরসভার পরিচালকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। স্বরচিত কবিতা পাঠ করেন সুজাতা বণিক। নৃত্য পরিবেশন করেন মন্দাকিনী চৌধুরী। সকলের অনুরোধ সঙ্গীত পরিবেশন করেন বুদ্ধদেব সেনগুপ্ত। সঙ্গীত বিষয়ক আলোচনাতেও যোগ দেন তিনি। যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেন সমীর রায়, প্রেমাংশু সেন, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব দাস এবং রতন কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রম্যবীণার অন্যতম যুগ্ম সম্পাদক বিপ্লব মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৌত্র সৌম্যশংকর বন্দোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী তপন দে, সাংস্কৃতিক সংগঠক ললি চৌধুরী, পরিমল দাস, জলপাইগুড়ির জেলাশাসক তথা সঙ্গীত শিল্পী অর্ণশ্রী চক্রবর্তী প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।